টাকার অভাবে নাজেহাল? কিছুতেই প্রয়োজন মতো টাকা রোজগার করতে পারছেন না? যদিও বা করছেন, একটা নয়া পয়সাও জমছে না? চিন্তা করবেন না! জ্যোতিষশাস্ত্র বলছে, অশ্বত্থ গাছের পাতা দিয়ে এই টোটাকাটা করুন, অর্থাভাব মিটবে, টাকার রোজগার বাড়বে বহুগুণ--
2/ 4
কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে একটা অশ্বত্থ গাছের পাতায় সামান্য হিং নিয়ে নিজের মাথার ওপর সাত বার ঘুরিয়ে জলে ভাসিয়ে দিন
3/ 4
একটা নিখুঁত অশ্বত্থ পাতা নিন, খেয়াল রাখবেন পাতাটি যেন গাছ থেকে না তোলা হয়। যে পাতা গাছ থেকে ঝড়ে পড়ে গিয়েছে সেই পাতায় দই ও হলুদ দিয়ে ‘হ্রিং’ লিখে নিজের মানিব্যাগে রেখে দিন। দেখবেন, টাকার রোজগার বহুগুণ বাড়বে