

উপহার পেতে কার না ভাল লাগে ? দিলেও মন খুশিতে ভরে ওঠে! কিন্তু উপহার দেওয়ার সময় আমরা ভাবি না, এই উপহার দেওয়া-নেওয়া আমাদের জীবনে কী প্রভাব ফেলছে। বাস্তুমতে উপহারের মারাত্বক প্রভাব পড়ে আমাদের জীবনে। এমন অনেক কিছু রয়েছে যা উপহার হিসাবে দেওয়া বা নেওয়া একেবারেই উচিত নয়। জীবনে নেমে আসে ঘোর আর্থিক অনটন--


রুমাল বা তোয়ালে ভুল করেও কাউকে দেবেন না বা নেবেন না। এতে দু’জনের মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে। তাঁদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে পারে।


যেকোনও ঠাকুরের মূর্তি বা ছবি কখনও কাউকে দেবেন না বা নেবেন না। কারণ সেই ঠাকুর রাখার সঠিক স্থান হয়তো তাঁর অজানা, কিংবা সঠিক নিয়মে তার সেবা হয়তো তিনি করতে জানেন না। ফলে যিনি দিচ্ছেন অথবা যিনি নিচ্ছেন, উভয়েরই চরম ক্ষতি হয়।


ধারাল কোনও জিনিস যেমন কারুকার্য করা ছুরি বা তরোয়াল কাউকে কখনও উপহার স্বরূপ দিতে নেই বা উপহার হিসেবে গ্রহণও করতে নেই। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে।