1/ 7


দিনরাত খেটে চলেছেন, কিন্তু পকেট সেই গড়ের মাঠ! ব্যাঙ্ক ব্যালেন্সও তথৈবচ! কিছুতেই আর টাকা জমাতে পারছেন না! বাস্তুশাস্ত্রের দাবি, শুধু উদয়াস্ত পরিশ্রম করে গেলেই টাকা আসে না! মেনে চলতে হবে কয়েকটা নিয়ম--
3/ 7


পায়রার বাসা- বলা হয়, যে বাড়িতে পায়রা বাসা করে সেই বাড়ির স্থায়িত্বের অভাব থাকে। বাড়ির বাসিন্দারা ধন-সম্পদের মুখ দেখতে পান না।
6/ 7


ভাঙা কাঁচ- পরিবারের বড়রা হামেশাই একটা কথা বলে থাকেন যে, ভাঙা কাঁচে মুখ দেখা নাকি অমঙ্গল। কথাটা সত্যি। বাড়িতে কখনওই ভাঙা কাঁচ রাখবেন না। এটি দারিদ্রের লক্ষণ।