বেহাল রাস্তার প্রতিবাদে ঘর ছেড়ে পথে ! মালদহে পথ অবরোধে শামিল চার গ্রামের মহিলারা !
হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা আটকে রাখেন মহিলারা। রাজ্যজুড়ে হাজার হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হলে তাঁদের গ্রামের রাস্তা পাকা হবে না কেন? এই প্রশ্ন তোলেন অবরোধকারীরা।


বেহাল রাস্তা পাকা করার দাবিতে রাজ্য সড়ক অবরোধ মালদহের হবিবপুর অনাইলে। মালদা- নালাগোলা রাজ্য সড়ক অবরোধ মহিলাদের। চার গ্রামের মহিলারা একতজোট হয়ে দীর্ঘক্ষণ ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। (ছবি ও লেখা: সেবক দেবশর্মা)


অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা চলাচলের অযোগ্য। মনোহরপুর থেকে মাহিনগর গ্রাম পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। চলতি বর্ষায় রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামের কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পারে না। (ছবি ও লেখা: সেবক দেবশর্মা)


এই রাস্তা দিয়ে চলাচল করেন হবিবপুরের বুলবুলচণ্ডী, ধুমপুর,আইহো এই তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। বার বার বিভিন্ন মহলে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এদিনের অবরোধের জেরে ব্যস্ততম রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন প্রচুর মানুষ। (ছবি ও লেখা: সেবক দেবশর্মা)


হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা আটকে রাখেন মহিলারা। রাজ্যজুড়ে হাজার হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হলে তাঁদের গ্রামের রাস্তা পাকা হবে না কেন? এই প্রশ্ন তোলেন অবরোধকারীরা। (ছবি ও লেখা: সেবক দেবশর্মা)