কোচবিহার জেলার রাজ আমলের অন্যতম প্রাচীন নিদর্শন কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজাদের তৈরি কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের বস্তুটি হলো কোচবিহার রাজবাড়ি । শীতের মরশুমে একটি সুন্দর উইকএন্ড ছুটি কাটাতে ঘুরতে আসতেই পারেন কোচবিহার রাজ বাড়িতে।
2/ 7
বর্তমানে এই সম্পূর্ণ রাজবাড়ীটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাই এখানে ঢুকতে হলে আর্কিওলজিক্যাল ছাড়বে অফ ইন্ডিয়ার টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের বর্তমান মূল্য জন প্রতি ২৫ টাকা।
3/ 7
রাজবাড়ির ভিতরে রয়েছে রাজ আমলের রাজাদের বিভিন্ন জিনিস সংরক্ষণ করে তৈরি করা একটি মিউজিয়াম। নিজামের মধ্যে আপনারা দেখতে পারবেন রাজাদের খেলার বিলিয়ার্ড বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। সকলের মন আকর্ষণ করবে এগুলি।
4/ 7
রাজবাড়ি ভেতরের বিভিন্ন ঘর গুলিকে এই মিউজিয়ামের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ঘর গুলির মধ্যে রাজ আমলের বিভিন্ন নকশা করা রয়েছে। যেগুলি কোচবিহারবাসি শুধু নয় তার পাশাপাশি বাইরের যে কোন পর্যটকদের মন আকর্ষণ করবে।
5/ 7
রাজবাড়ির সামনে রয়েছে বাগান। এই বাগানে বসে আপনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে। সাথে তুলতে পারবেন আকর্ষণীয় দারুণ সেলফি। শীতকাল পড়তেই বাগানের মধ্যে লাগানো হচ্ছে বিভিন্ন শীতকালীন ফুলের চারা।
6/ 7
শীতের দিনে পরিবারের সাথে ঘুরতে আসতে চাইলে আপনার প্ল্যান লিস্টে রাখতেই পারেন এই কোচবিহার রাজবাড়িকে। বাচ্চা থেকে বড় সকলের জন্য একটি দারুণ আকর্ষণীয় ঘুরতে আসার জায়গা এই কোচবিহার রাজবাড়ি।
7/ 7
শীতের দিনে পরিবারের সাথে ঘুরতে আসতে চাইলে আপনার প্ল্যান লিস্টে রাখতেই পারেন এই কোচবিহার রাজবাড়িকে। বাচ্চা থেকে বড় সকলের জন্য একটি দারুণ আকর্ষণীয় ঘুরতে আসার জায়গা এই কোচবিহার রাজবাড়ি।