শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় অশনি। বৃহস্পতিবার সকালেই অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তার পরে সেটি নিম্ন চাপে পরিণত হয়ে এখন অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছে।
2/ 6
তবে এই নিম্নচাপের জেরে গরমের প্রখরতা কমেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার। আগামী ২-৩ ঘণ্টা এই পরিস্থিতিই উত্তরবঙ্গে বজায় থাকবে বলে জানা যাচ্ছে।
3/ 6
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী ২-৩ ঘণ্টা এমনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
4/ 6
এর জন্য উত্তরবঙ্গের মানুষকে সতর্ক করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টা বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
5/ 6
তবে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি আগামী কয়েক ঘণ্টায় হলেও শুক্রবার থেকে কমবে। শুক্রবার তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়ারও সম্ভাবনা রয়েছে।
6/ 6
অন্যদিকে অশনি তার শক্তি হারালেও, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এখনও ঝোড়ো হাওয়া জারি রয়েছে। তাই ১৫ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।