‘খুব কাছ থেকে চালানো শটগানের গুলিতে মৃত্যু BJP কর্মীর,তা পুলিশ ব্যবহার করে না’, পোস্টমর্টেমের রিপোর্ট পেয়ে ট্যুইট পুলিশের
এই অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি,তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় মিছিলের মধ্যে থেকেই কেউ ছররা গুলি চালিয়েছে । তাহলে কেউ না কেউ তাকে দেখতে পেত এবং তখনই গণপিটুনি শুরু হয়ে যেত । ফলে এটা কোনওভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না ।


কাছ থেকে শটগানের ছোড়া ছররা গুলিতেই উলেন রায়ের মৃত্যু হয়েছে। পুলিশ শটগান ব্যবহার করে না। শিলিগুড়িতে মৃত বিজেপি কর্মীর মৃত্যুতে ট্যুইট রাজ্য পুলিশের।


[caption id="attachment_533851" align="alignnone" width="547"] গতকালের মিছিলে অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা ছিল'। এটাই তার প্রমাণ, ট্যুইটে পুলিশের দাবি ৷একটি দু’টি নয়। গুণে গুণে ১২টি গুলির আঘাত রয়েছে শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায়ের দেহে । [/caption]


নিহত বিজেপি কর্মীর মৃত্যুর তদন্ত করবে সিআইডি বলে জানানো হয়েছে। ট্যুইটে রাজ্য পুলিশ জানিয়েছে, ‘প্ররোচনার উদ্দেশেই অস্ত্র আনা হয়েছিল মিছিলে৷ হিংসা ছড়ানোই ছিল উদ্দেশ্য ৷’


এই অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি,পুলিশই গুলি চালিয়েছে। সত্যিটা ধামাচাপা দিতে এখন সিআইডি তদন্ত করাবে বলছে। আমরা আদালতে যাব। বিজেপি নেতার বক্তব্য, তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় মিছিলের মধ্যে থেকেই কেউ ছররা গুলি চালিয়েছে । তাহলে কেউ না কেউ তাকে দেখতে পেত এবং তখনই গণপিটুনি শুরু হয়ে যেত । ফলে এটা কোনওভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না । গতকাল বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নন্দীগ্রামের কায়দায় হামলা চালিয়েছে পুলিশ ৷


গতকাল অর্থাৎ সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান মিছিল হয় শিলিগুড়িতে । ওই মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, জয়ন্ত রায়রা। মাঝ রাস্তায় পুলিশ মিছিল আটকাতেই তা রণক্ষেত্রের চেহারা নেয় । লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান, ছররা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ । এই সংঘর্ষের মধ্যেই মৃত্যু হয় উলেনবাবুর । গতকালই তাঁর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসে । সেখানেই উল্লেখ করা হয়, রবার বুলেটেই মৃত্যু হয়েছে ওই কর্মীর ।