Home » Photo » north-bengal » ‘খুব কাছ থেকে চালানো শটগানের গুলিতে মৃত্যু BJP কর্মীর,তা পুলিশ ব্যবহার করে না’, পোস্টমর্টেমের রিপোর্ট পেয়ে ট্যুইট পুলিশের

‘খুব কাছ থেকে চালানো শটগানের গুলিতে মৃত্যু BJP কর্মীর,তা পুলিশ ব্যবহার করে না’, পোস্টমর্টেমের রিপোর্ট পেয়ে ট্যুইট পুলিশের

এই অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি,তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় মিছিলের মধ্যে থেকেই কেউ ছররা গুলি চালিয়েছে । তাহলে কেউ না কেউ তাকে দেখতে পেত এবং তখনই গণপিটুনি শুরু হয়ে যেত । ফলে এটা কোনওভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না ।