হাতে আর বেশী সময় নেই। সঙ্গে করোনা বিধি। বড় জনসভা, মিছিল করার অনুমতি নেই। তাই বাড়ি বাড়ি প্রচারই ভরসা (West Bengal Municipal Election)। ছোট ছোট সভা হচ্ছে শিলিগুড়িতে। ঢাক পিটিয়ে প্রচার নেই বললেই চলে। তবুও পিছিয়ে নেই প্রার্থীরা। রবিবারের শিলিগুড়ি দেখলো অন্য এক প্রচার। শহরের দুই প্রান্তের দুই ওয়ার্ডে এবারে হেভিওয়েট প্রার্থীর প্রচার।
৩৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। কোভিড বিধি মেনেই কর্মী, সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান গৌতম দেব (Gautam Deb)। প্রচারের মাঝেই ছোটো ছোটো ছেলে, মেয়েদের আদর করে কাছে টেনে আনছেন। কচিকাঁচাদের হাতে তুলে দিলেন চকোলেট। ভোট চাইলেন। প্রচারের ফাঁকেই জনসংযোগ (Siliguri News)বাড়াতে নেমে পড়লেন নবগ্রামের মাঠে (West Bengal Municipal Election)। হাতে ক্রিকেটের ব্যাট। ছবি ও প্রতিবেদন : পার্থ প্রতিম সরকার
পাড়ার নতুন প্রজন্মের ছেলেদের সঙ্গে চুটিয়ে খেললেন ক্রিকেট। হাঁকালেন বাউণ্ডারিও। জয় করলেন নতুন প্রজন্মের মন। তৃণমূল প্রার্থী (West Bengal Municipal Election) গৌতম দেব অবশ্য বলেন, "ভালোই প্রচার চলছে (Siliguri News)। আর ক্রিকেট, সে তো মাঝেমধ্যেই খেলি। এর সঙ্গে প্রচারের কোনও সম্পর্ক নেই।" ছবি ও প্রতিবেদন : পার্থ প্রতিম সরকার
শহরের অন্য প্রান্তে তখন সৌজন্যের প্রচারে সিপিএমের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৬ নং ওয়ার্ডে কোভিড প্রোটোকল মেনেই দলীয় কর্মীদের নিয়ে ছুটে বেড়ালেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আবাসনের ভোটারদের কাছে গেলেন। বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইলেন। ছবি ও প্রতিবেদন : পার্থ প্রতিম সরকার
তারই ফাঁকে সৌজন্যতার প্রচারও সেরে নিলেন। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল নেতা (Trinamool Congress) আই এন টি টি ইউ সির প্রাক্তন জেলা সভাপতি অরূপ রতন ঘোষ। তাঁর বাড়িতে পৌঁছে খোঁজ নিলেন তাঁর স্বাস্থ্যের। দ্রুত তাঁর আরোগ্য কামনাও করেন অশোকবাবু। ২০১৫-তে অরূপ রতন ঘোষই ছিলেন অশোকবাবুর প্রতিদ্বন্দী। সেইসব ভুলে বিরোধী নেতার বাড়ি পৌঁছে অন্য বার্তা দিলেন অশোক ভট্টাচার্য। বলছেন, "এটাই তো শিলিগুড়ির রাজনৈতিক সংস্কৃতি।" ছবি ও প্রতিবেদন : পার্থ প্রতিম সরকার
অন্যদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী বিধায়ক শঙ্কর ঘোষও (Shankar Ghosh) দিনভর ব্যস্ত ছিলেন রবিবাসরীয় প্রচারে। নিজের ২৪ নং ওয়ার্ড তো বটেই দলীয় অন্য প্রার্থীদের সমর্থনে অন্য ওয়ার্ডেও প্রচারে যোগ দেন তিনি। সবমিলিয়ে জমজমাট ছিল শিলিগুড়ির (Siliguri News) পুরভোটের (West Bengal Municipal Election) প্রচার পর্ব। ছবি ও প্রতিবেদন : পার্থ প্রতিম সরকার