

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে আরও ৪৮ ঘণ্টা। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সোম ও মঙ্গলবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের বেশ কিছু জেলায়।


উত্তরবঙ্গের সব জেলাতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ ওপরের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও সপ্তাহান্তে আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।


বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।


গত ২৪ ঘণ্টায় উল্লেখ যোগ্য বৃষ্টিপাত - গাজলডোবায় ৪৬০ মিলিমিটার, আলিপুরদুয়ারে ৩৫০ মিলিমিটার, নেওড়া ভ্যালিতে ২৪০ মিলিমিটার, চেপানে ২৩০ মিলিমিটার, মূর্তি ও বারোভিসাতে ২১০ মিলিমিটার, চম্পাসারিতে ২০০ মিলিমিটার, ফালাকাটাতে ১৯০ মিলিমিটার, কোচবিহারে ১৬০ মিলিমিটার, জলপাইগুড়ির নাগরাকাটা হাসিমারায় ১৫০ মিলিমিটার, কুমারগ্রামে ১৪০ মিলিমিটার, ডায়নাতে ১৩০ মিলিমিটার, দোমহনী ও সেবকে ১১০ মিলিমিটার, মাথাভাঙ্গায় ১০০ মিলিমিটার, বনগাঁ ঝালং সুখিয়াপোখড়িতে ৭০ মিলিমিটার, কালিম্পং -এ ৬০ মিলিমিটার আর গ্যাংটকে ৫০ মিলিমিটার।