গত ২৪ ঘণ্টায় উল্লেখ যোগ্য বৃষ্টিপাত - গাজলডোবায় ৪৬০ মিলিমিটার, আলিপুরদুয়ারে ৩৫০ মিলিমিটার, নেওড়া ভ্যালিতে ২৪০ মিলিমিটার, চেপানে ২৩০ মিলিমিটার, মূর্তি ও বারোভিসাতে ২১০ মিলিমিটার, চম্পাসারিতে ২০০ মিলিমিটার, ফালাকাটাতে ১৯০ মিলিমিটার, কোচবিহারে ১৬০ মিলিমিটার, জলপাইগুড়ির নাগরাকাটা হাসিমারায় ১৫০ মিলিমিটার, কুমারগ্রামে ১৪০ মিলিমিটার, ডায়নাতে ১৩০ মিলিমিটার, দোমহনী ও সেবকে ১১০ মিলিমিটার, মাথাভাঙ্গায় ১০০ মিলিমিটার, বনগাঁ ঝালং সুখিয়াপোখড়িতে ৭০ মিলিমিটার, কালিম্পং -এ ৬০ মিলিমিটার আর গ্যাংটকে ৫০ মিলিমিটার।