আগামী দু থেকে ৩ ঘণ্টার মধ্যে ফের হবে আবহাওয়ার তাণ্ডব৷ বৃষ্টিতে ভাসতে থাকা উত্তরবঙ্গে ফের বৃষ্টির দাপট৷ Photo- Representative
2/ 6
দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় আগামী ২-৩ ঘণ্টায় প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ Photo- Representative
3/ 6
এই সময়ে সকলকে বাড়ির ভিতরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে৷ এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য থাকলেও আজও কলকাতায় বর্ষার মতো বৃষ্টির দেখা মিলবে না৷ Photo- Representative
4/ 6
সারাদিনে বিভিন্ন সময়ে এলাকাভিত্তিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা জারি থাকবে৷ Photo- Representative
5/ 6
রাতের দিকে আকাশ অংশত মেঘলা এবং তাপমাত্রা খানিকটা কমবে৷ এদিনও দিনের বেলার তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরলেও ফিল লাইক টেম্পারেচর ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতোই হবে৷ Photo- Representative
6/ 6
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি পাশাপাশি আদ্রর্তার সর্বোচ্চ পরিমাণ ৭৭ শতাংশ৷ মেঘের আনাগোনাও থাকবে৷ ক্লাউড কভার থাকবে ৯৪ শতাংশ অবধি৷ ফলে সারাদিনই প্রবল অস্বস্তি জারি থাকবে৷ Photo- Representative