প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ক্যাঙারু দুটোকে পাচার করা হচ্ছিল। রাস্তায় বন কর্মীদের নজরদারি দেখতে পেয়ে জঙ্গল সংলগ্ন রাস্তায় ক্যাঙারু শাবক দুটোকে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
3/ 4
গত ১২ মার্চ অসম সীমান্তের বারোবিসা এলাকায় পাচারকারীদের খপ্পর থেকে একটি ক্যাঙারু উদ্ধার করে পুলিশ।
4/ 4
বৈকন্ঠপুর বন বিভাগের বনাধিকারিক হরি কৃষ্ণান জানান, উদ্ধার ক্যাঙারু শাবক দুটোকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হচ্ছে।পাচারকারীদের খোঁজ শুরু করেছে বন দফতর। Input- Santanu Kara