

*বাংলার জামাই পেটুক। ৩০ বছর জামাই, অথচ ত্রিশটা বাংলা শব্দ ও শেখেননি। জামাইষষ্ঠীতে ২১ পদে খাইয়ে ওঁকে বিদায় করব। আর একজন রাজ্য সভাপতি, মাঝেমধ্যেই বলছেন ভূগোল নাকি পাল্টে দেবেন। আপনি আমার চেয়ে ছোট, তাই বলি ভাই, ভূগোল পাল্টাতে যাবেন না। তাহলে ইতিহাসটাই পাল্টে দেবো।


*বুধবার মালদহে এসে নাম না করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ও মহিলা তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য।তিনি এদিন বলেন, বলা হচ্ছে ঘরে ঘরে নাকি পদ্ম ফুটবে। কিন্তু পদ্ম তো ফোটে পাঁকে। কেউ ঘরে পাঁকের স্থান দেবেন না। পদ্ম ফুলের সুগন্ধ নেই । কেউ পদ্ম ফুল ঘরে সাজিয়েও রাখেন না । পদ্মের সার্থকতা হলো দুর্গার পায়ে। দুর্গা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তাই এই জন্মটা ওনারা আগে সাধনা করুন । বিজেপির উদ্দেশ্যে এমনই বার্তা চন্দ্রিমার।


*এ দিন নিজের বক্তব্যে গনিখান চৌধুরীর নাম নিয়ে চন্দ্রিমা বলেন, গনিখানের নামে শপথ করছি মালদহে জেলার ১২ টি বিধানসভার সব আসনেই আমরা জিতব। বুধবার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা শহরের টাউন হল ময়দান থেকে মালদা কলেজ ময়দান পর্যন্ত মহামিছিলের নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মিছিলে নিজেই স্লোগানও তোলেন মন্ত্রী। পরে মালদহ কলেজ মাঠে মহিলা তৃণমূলের সমাবেশে বক্তব্য রাখেন তিনি।


*প্রকাশ্য সভাতে নিজের বক্তব্যের শেষেও বিজেপির সর্বভারতীয় সভাপতিকে উদ্দেশ্য করে নানারকম ছন্দ কেটে অভিনব স্লোগান তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, আমরা আথিথেয়তা জানি। উনি পেটুক জামাই। যেখানেই যাচ্ছেন পাত পেড়ে খাচ্ছেন । আমরা একুশ পদে রান্না করে বিদায়ের ব্যবস্থা করব।