

*মনোনয়ন পর্বে কখনও রেষারেষি, অশান্তি, কখনও সৌজন্যের নজির দেখা গেল মালদহে। সোমবার মালদহে জেলাশাসকের দফতরে এসে মনোনয়ন জমা দেন জেলার নটি বিধানসভার তৃনমূল ও বিজেপির সিংহ ভাগ প্রার্থীরা। অন্যদিকে, চাঁচল মহকুমায় এস,ডি,ও অফিসে মনোনয়ন জমা করেন জেলার বাকি তিন আসনের একাধিক প্রার্থী।


*সোমবার মনোনয়ন পর্বে ব্যাপক উত্তেজনার ছবি ধরা পড়ে মালদহে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা, ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। মালদহের জেলাশাসকের দফতরের কাছেই গান্ধি মূর্তি এলাকায় এমনই ঘটনা হয়। দুই দলের মিছিল একই জায়গায় চলে আসায় তুমুল উত্তেজনা। একে অন্যের দিকে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় দু'পক্ষই। কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ বাহিনী। পরে এলাকায় নামানো হয় আরও বাড়তি পুলিশ।


*তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মনোনয়ন পর্বে সৌজন্য দেখান মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। জেলাশাসকের দফতরে মনোনয়ন পেশ করে বেরনোর সময় বাইরে অপেক্ষায় থাকা বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল এবং তাঁর প্রস্তাবককে উদ্দেশ্য করে হাতজোড় করে নমস্কার জানান সাবিত্রী। আচমকা তাঁর এমন সৌজন্যে খানিকটা হতচকিত হয়ে যান বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল। মাথা নাড়িয়ে সম্মতি জানান তিনিও।


*দীর্ঘদিন একসঙ্গে তৃণমূলে থাকলেও বরাবরই সাবিত্রী মিত্র এবং গৌরচন্দ্র মন্ডলের গোষ্ঠী বিবাদ সর্বজনবিদিত। এবার মানিকচক আসনে পরস্পর বিরোধী দলের প্রার্থী এই দুই দাপুটে নেতা -নেত্রী। এ দিন সকাল থেকেই মালদহ শহর কার্যত মিছিল নগরী হযে দাঁড়ায়। কর্মী সমর্থকদের মিছিল নিয়ে সকাল থেকেই একের পর এক প্রার্থী মনোনয়ন জমা দিতে আসেন মালদহের জেলাশাসকের দফতরে। সকালে মালদহে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দেন ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মন্দিরে পুজো দিয়ে, গনি খানের মূর্তিতে মালা দিয়ে মনোনয়ন পেশ করেন কৃষ্ণেন্দু।