

পর্যটকদের জন্য দারুণ খবর ৷ তাজের হোটেল এবার দার্জিলিংয়েও ৷ সম্প্রতি Taj Chia Kutir Resort & Spa হোটেলটির উদ্বোধন হল শৈল শহরে ৷


ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (IHCL)-র ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী পুনিত ছাতওয়াল বলেন, “আইএইচসিএল তার অগ্রণী চিন্তাভাবনায় পর্যটন মানচিত্রে রাজস্থান, গোয়া এবং কেরলের মতো অনেক নতুন জায়গা যোগ করেছে। এবার আমরা দেশের পূর্বাঞ্চলে আরও একটি নতুন শহর- দার্জিলিং-এ পা রাখতে পেরে খুশি।’’


চা বাগানের মাঝে তৈরি হওয়া তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা হোটেলটি ২২ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। ৭২ রুমের রিসর্টটির সব দিকেই ভিউ যে অনবদ্য, তা আর বলার অপেক্ষা রাখে না ৷


হোটেলের রেস্তোরাঁগুলি দেখলে মন জুড়িয়ে যাবে। এখানে রয়েছে The Chia Veranda রেস্তোরাঁ ৷ প্রাকৃতিক পরিবেশে বিশ্বের সব ধরণের ক্যুইজিন পরিবেশন করা হয় । রয়েছে Sonargaon রেস্তোরাঁ, যেখানে পাঞ্জাবি এবং বাঙালি রান্না পরিবেশন করা হয়। অতিথিরা মনোহর Makaibari Tea Lounge-এ চা এবং চা টেস্টিং সেশন উপভোগ করতে পারেন। অল-গ্লাস বার থেকে চা বাগানের আকর্ষণীয় দৃশ্য দেখতে পাওয়া যায়।