*ফের তুষারপাত পাহাড়ে। আবার কার্শিয়ংয়ের চটকপুরে। মঙ্গলবার বিকেলের দিকে সাদা বরফের টুকরোয় ঢাকা পড়ে গিয়েছে চটকপুর। ফাইল ছবি। তথ্য ও ছবিঃ পার্থ প্রতীম সরকার।
2/ 6
*এ নিয়ে মরসুমে পঞ্চমবার তুষারপাত হল পাহাড়ে। হাড়হিম করা ঠাণ্ডা। তুষারপাত সান্দাকফু, টুমলিং, ফালুটেও। ফাইল ছবি।
3/ 6
*আজ থেকেই পর্যটনকেন্দ্রগুলিতে ৭৫ শতাংশ পর্যটক নিয়ে খুলেছে। রাজ্যের নয়া নির্দেশিকার পর চটকপুরে তুষারপাত ফের যে ভিড় বাড়াবে শৈলশহরে, তা বলাই বাহুল্য। ফাইল ছবি।
4/ 6
*গত ডিসেম্বরের বড়দিনেই পাহাড়ে বহু বছর পর দারুণ তুষারপাত হয়েছিল। পর্যটকেরাও সেই তুষারপাতের আনন্দ উপভোগ করেছিলেন চেটেপুটে। ফাইল ছবি।
5/ 6
*এরপর জানুয়ারির মাঝামাঝি সময়ে দার্জিলিংয়ের ঘুম, জোরবাংলো এলাকায় ডিসেম্বরের মাঝামাঝিতে তুষারপাত হয়েছিল। তাপমাত্রা নেমে যায় প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে পাহাড়। এরপর ২৭ ডিসেম্বর ফের বরফ পড়ে চটকপুর, চিমনিতে। ফাইল ছবি।
6/ 6
*এর মধ্যেই করোনার তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়ে। ফের বন্ধ হয়ে যায় পর্যটন। বেশ কয়েকদিন বন্ধ থাকার পরে আজ থেকে ফের খুলল পাহাড়ের দরজা। আর সেদিনই বরফ পড়ায় ব্যাপক খুশি পাহারবাসী। ফাইল ছবি।