*লাইনচ্যুত টয় ট্রেন। যাত্রী নিয়ে দার্জিলিঙে ওঠার সময় লাইনচ্যুত হয়ে যায় একটি টয় ট্রেন। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এসি ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল। সেই সময় সোনাদার কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। তবে এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। প্রতিবেদন ও ছবি: পার্থ সরকার।