♦ মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য ৷ তবে দিন হতেই প্রবল গরমে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে ৷-ফাইল চিত্র ৷ ♦ তবে এ বার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ -ফাইল চিত্র ৷ ♦ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলায় ঢুকে গিয়েছে বর্ষা ৷ -ফাইল চিত্র ৷ ♦ সিকিমের গ্যাংটক ও উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ঢুকল মৌসুমী বায়ু ৷ -ফাইল চিত্র ৷ ♦ আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঢুকবে বর্ষা। -ফাইল চিত্র ৷ ♦ পরিস্থিতি অনুকূল থাকায় আজ আসামের গোয়ালপাড়া হয়ে মৌসুমী বায়ু সিকিম ও উত্তরবঙ্গে ঢুকল।-ফাইল চিত্র ৷ ♦ তবে দক্ষিণে কবে এখনও সন্দিহান আবহাওয়াবিদরা। সম্ভবত ২০ জুনের কাছাকাছি দক্ষিণবঙ্গে ঢুকতে পারে মৌসুমী বায়ু। -ফাইল চিত্র ৷