সুখবর! আগামী ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্যের এই ৩ জেলা
Bangla Editor
1/ 8
• জুলাই মাস ৷ আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হয়েছে ৷ কিন্তু কাঙ্খিত বর্ষা রানির দেখা নেই মোটেই ৷
2/ 8
• দক্ষিণবঙ্গের হাহাকার ঘুচছে না ৷ বর্ষাকালে বৃষ্টির অভাবে নাভিঃশ্বাস উঠছে মানুষের ৷
3/ 8
• তবে উত্তরের জেলাগুলো আবার টানা বর্ষণে বিপর্যস্ত ৷
4/ 8
• দক্ষিণবঙ্গের জন্য কোনও আশার খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতরও ৷
5/ 8
• প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যা হয়েছে ৷ ভূমিধ্বসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫ জেলার বাসিন্দারা ৷ তবে গত কয়েকদিনে বৃষ্টি কমায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল ৷
6/ 8
• ফের উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷
7/ 8
• আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৩ ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ৷
8/ 8
• বন্যাদুর্গত এলাকায় ফের ঝড়বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত উত্তরবঙ্গবাসী ৷