

আদিবাসী ভোট ব্যাঙ্কে ধস নেমেছে৷ তাই যেভাবেই হোক উত্তরবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মন জয়ে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফালাকাটায় সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল তাঁকে৷ (Info and Photo-Abir Ghosal)


এ দিন ফালাকাটায় সরকারি উদ্যোগেই প্রায় সাড়ে চারশো আদিবাসী যুগলের গণবিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷(Info and Photo-Abir Ghosal)


শুধু তাই নয়, নিজের হাতে বেশ কয়েকজন নব দম্পতির হাতে উপহারও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷(Info and Photo-Abir Ghosal)


এ দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে চা সুন্দরী প্রকল্পের অধীনে ৩৬০০ জনের হাতে ঘরের চাবিও তুলে দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করে৷(Info and Photo-Abir Ghosal)


বিজেপি-র দিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, 'দিল্লি ভোটের আগে বলবে। আর ভোট মিটলেই পালাবে। চা বাগান ওরা খুলে দেবে না।'(Info and Photo-Abir Ghosal)


মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বেশ কিছু চা বাগান তাঁরা খুলে দিয়েছেন৷ বাকি যে বাগানগুলি বন্ধ আছে, সেগুলিও খোলার চেষ্টা চলছে৷(Info and Photo-Abir Ghosal)


উত্তরবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে এই ধরনের গণবিবাহের আসরের আয়োজন করা হয়৷ এবার রাজ্য সরকারের তরফেই সেই উদ্যোগ নিয়ে আদিবাসীদের মন জয় করার চেষ্টা করা হল৷(Info and Photo-Abir Ghosal)