

চার পাঁচ দিনের মধ্যেই রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে৷ আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-Facebook/AITMC


এ দিন নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন মমতা৷ তিনি অভিযোগ করেন, রাজীব বনমন্ত্রী থাকাকালীনই বন সহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ এই অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী৷


এই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'চার পাঁচ দিনের মধ্যে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে৷ কিন্তু তদন্ত চলবে৷' নির্বাচনের পর স্বচ্ছতার সঙ্গে বন সহায়ক পদে নিয়ো করা হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷Photo-Facebook/AITMC


নির্বাচনের দিন ঘোষণা করা হলেও শাসক দল যে তৈরি, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তিনি বলেন, 'তৃণমূলকে হারানো যাবে না৷ তৃণমূল ছিল, তৃণমূল আছে, তৃণমূলই জিতবে৷'Photo-Facebook/AITMC


প্রসঙ্গত, মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে সমস্ত জেলাশাসককে নির্বাচনের জন্য বুথগুলিকে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বুথের প্রস্তুতিতে কী কী প্রয়োজন, ১০ ফেব্রুয়ারির মধ্যে সেই তালিকাও পাঠাতে বলা হয়েছে৷ প্রতীকী ছবি