1/ 5


করোনাকালে বদলে গেল নিয়ম। পারিবারিক ঐতিহ্য মেনে মনসা পুজো হলেও মেলা বসল না জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়িতে। File Photo
2/ 5


রাজবাড়ির মনসা পুজো এই বছর ৫১১ বছরে পা দিল। রাজবাড়ির পুজো শুরুর দিন থেকেই বসছে মেলা। যা হয়ে উঠেছিল উত্তরবঙ্গের মানুষের এক মিলন ক্ষেত্র।কিন্তু এই বছর মেলায় বারন রাজ পরিবারের। কারন, করোনা চলছে।তাই এই বছর পুজোর আয়োজনেও সেই আধিক্য নেই।
4/ 5


মাস্ক পরে পুজো করলেন রাজ পুরোহিত। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এড়াতে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মনসা মন্দিরের চারপাশ। প্রসাদ বন্টনের ক্ষেত্রেও মানা হচ্ছে দুরত্ববিধি।