দীর্ঘ বিরতির পর ভিজতে পারে উত্তরবঙ্গ। আরও কয়েকদিন উত্তরে শুষ্ক থাকলেও আবহাওয়া দফতরের পূর্বাভাসে দার্জিলিং পাহাড়ে বৃষ্টি হতে পারে বুধবার। দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টির সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর।