রাতভর বৃষ্টির ফলে বিপত্তি। বড় সড় ধস নামল দার্জিলিং এর সেবকে। সেবক কালী মন্দিরের কাছে ধস নামে। ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। সেই সময়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির দাঁড়িয়েছিল, যার উপরে ধস নামে।
2/ 5
জানা যাচ্ছে, ওই গাড়ির মালিক ওখানে গাড়িটি পার্ক করে সেবক কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়েই গাড়ির উপরে পড়ে পাথরের বড় বড় চাঁই। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
3/ 5
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বেশ কিছুদিন হল। প্রায়ই বৃষ্টি হচ্ছে। বর্ষায় ধস নামার ফলে পাহাড়ি অঞ্চলে রাস্তায় সমস্যা লেগেই থাকে। অনেক সময় বন্ধও থাকে রাস্তা।
4/ 5
গাড়ির মালিক পুজো দিয়ে এসে দেখে গাড়িটির অবস্থা জরাজীর্ণ। সেই সময়ে গাড়িতে কেউ থাকলে বিপদ আরও বড় হতে পারত বলে আশঙ্কা। উদ্ধারে নেমেছে সেবক ফাঁড়ির পুলিশ। আপাতত যান চলাচল স্বাভাবিক।
5/ 5
শনিবার রাতভর তুমুল বৃষ্টি হয়েছে। যার ফলে এই বিপত্তি ঘটে আজ। তুমুল বৃষ্টির চোটে ধস নামে এবং গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।