একেই টানা বৃষ্টিতে শিলিগুড়ির বেশ কয়েকটি নীচু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ৩১ নং ওয়ার্ডের অশোক নগরে একাধিক বাড়ি জলমগ্ন। ৩৯ নং ওয়ার্ডের হায়দরপাড়ার একাংশ জলের তলায়। দুই ওয়ার্ডেই বেহাল নিকাশী নালার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পুরসভাকেই এর জন দায়ী করেছেন। বার বার বলার পরও পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি মহকুমা শাসককে জানানো হয়েছে। উচ্চ পদস্থ আধিকারিকদেরও বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও কোনও সুরাহা হয়নি। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে জলের তলায় শহর লাগোয়া ডাবগ্রাম এলাকার মাঝাবাড়ি। কোমর সমান জল। ঘরবন্দি ৫০টি পরিবার। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে সবচেযে বেশি বৃষ্টি হয়েছে হাসিমারায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৮৬ মিমি। ময়নাগুড়িতে বৃষ্টি হয়েছে ১১৬ মিমি। এছাড়া আলিপুরদুয়ারে ১১৫ মিমি, জলপাইগুড়িতে ৯৩ মিমি, বানারহাটে ৬৩ মিমি, শিলিগুড়িতে ৪৪ দশমিক ৬০ মিমি, তুফানগঞ্জে ৩৩.৪০ মিমি, মাথাভাঙায় ২৩.২০ মিমি এবং কোচবিহারে ১৯.২০ মিমি বৃষ্টি হয়েছে।