ভারী বৃষ্টি(৭০-১১০ মিমি) সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারে শক্তি বাড়িয়ে সুস্পস্ট নিম্নচাপ। নিম্নচাপ অক্ষরেখা সরে উত্তরবঙ্গ হয়ে অসম ও নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত । এর জেরেই অতিভারী (২০০ মিমির বেশী) বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। অতিভারী (৭০-২০০মিমি) বৃষ্টি হবে কোচবিহার ও কালিম্পং এ।