অন্যদিকে, আবহাওয়া দফতর শুক্রবার গভীর রাত পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্যজীবীদের ৷ ১২জুন রাত ১১:৩০ পর্যন্ত সমুদ্রে ৩মিটার থেকে ৩.৯ মিটার পর্যন্ত ঢেউ উঠবে। সারফেস কারেন্ট থাকবে ৬৪ থেকে ৮২ সেন্টিমিটার / সেকেন্ড গতিবেগে। দিঘা থেকে বকখালি পর্যন্ত সমুদ্রে সতর্কতা জারি ৷