করোনাত্রাসের মাঝেই ভূমিকম্প এরাজ্যে ৷ মৃদু ভূমিকম্প অনুভূত শিলিগুড়িতে ৷ কম্পনে আতঙ্ক ছড়াল উত্তরবঙ্গে ৷
2/ 5
রবিবার বেলার দিকে কম্পন অনুভূত হয় শিলিগুড়ি ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০ ৷ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি ৷
3/ 5
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র গ্যাংটক ৷ মাটির ১০ কিলোমিটার নীচে ছিল এই কম্পনের উৎসস্থল ৷
4/ 5
এর আগে চলতি মাসের ৮ তারিখেই পর পর দুবার কেঁপে উঠেছিল এরাজ্য ৷ সেবার কম্পন অনুভূত হয় বাঁকুড়ায় ৷
5/ 5
২৫ এপ্রিল, পাঁচ বছর আগে এই দিনেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল ৷ বিধ্বংসী সেই ভূমিকম্পে প্রাণ হারান বহু মানুষ ৷ বহু লোকের সম্পতিহানিও হয় ৷ পাঁচ বছরের বর্ষপূর্তির ঠিক একদিন পরে মৃদু ভূমিকম্পে দুশ্চিন্তায় কেঁপে উঠেছে উত্তরবঙ্গের বুক ৷