ফের লাইনচ্যুত টয়ট্রেন! এনজেপি- দার্জিলিং আপ টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। গয়াবাড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে টয় ট্রেনের ইঞ্জিন। তথ্য ও ছবি- পার্থ প্রতিম সরকার
2/ 5
এ দিন এনজিপি থেকে ছেড়ে পর্যটক নিয়ে ছুটছিল টয় ট্রেন। সুকনা ছাড়ানোর পরই গয়াবাড়ি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ লাইন থেকে সরে গিয়ে পাশের মাটির দেওয়ালে ধাক্কা মারে ইঞ্জিনটি৷ তথ্য ও ছবি- পার্থ প্রতিম সরকার
3/ 5
তবে ইঞ্জিন লাইনচ্যুত হলেও আহতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে রেলের কর্তারা। ইঞ্জিনটিকে লাইনে ওঠানোর প্রক্রিয়া শুরু করেন রেলের ইঞ্জিনিয়ররা। তথ্য ও ছবি- পার্থ প্রতিম সরকার
4/ 5
ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় যাত্রীদের৷ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ইঞ্জিনটিকে লাইনে তোলা সম্ভব হয়৷ এর পরেই ট্রেনটি ফের দার্জিলিংয়ের দিকে রওনা দেয়৷ তথ্য ও ছবি- পার্থ প্রতিম সরকার
5/ 5
কীভাবে দূর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। বার বার করে কেনই বা টয়ট্রেন বেলাইনের ঘটনা ঘটছে, তার কারণও খুঁজে বের করার চেষ্টা চলছে৷ তথ্য ও ছবি- পার্থ প্রতিম সরকার