১) কোচবিহার জেলার রাজ আমলের অন্যতম প্রাচীন নিদর্শন কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজাদের তৈরি কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের বস্তুটি হলো কোচবিহার রাজবাড়ি। শীতের মরশুমে একটি সুন্দর উইকএন্ড ছুটি কাটাতে ঘুরতে আসতেই পারেন কোচবিহার রাজ বাড়িতে। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)