

#কালিম্পং: পিকনিক থেকে ফেরার পথে তিস্তায় তলিয়ে গেল যাত্রীবোঝাই ছোটো গাড়ি। নিখোঁজ গাড়ির চালক সহ ৫ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ১০ নং জাতীয় সড়কের ২৯ মাইলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল কালিম্পংয়ের গরুবাথান ব্লক থেকে তিনটে গাড়ি পিকনিক করতে গিয়েছিল ত্রিবেণীতে।


পিকনিক সেরে রাতে জাতীয় সড়ক ধরে ফিরছিল তিনটে গাড়িই। ২৯ মাইলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে যায় একটি অলটো গাড়ি। চালক সহ পাঁচ জন ছিল গাড়িটিতে। অন্য দুটি গাড়ির কিছুই হয়নি।


সম্ভবত কুয়াশার জেরে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়েই কয়েকশো ফুট নীচে খরস্রোতা তিস্তায় তলিয়ে যায় গাড়িটি। রাতের জেরে গতকাল আর তল্লাশি শুরু করা যায়নি। আজ সকাল থেকে রম্ভি ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য শুরু করে। নামানো হয় তিস্তার র্যাফটিং টিমকেও। কিন্তু দিনভর তল্লাশির পরও কাউকেই উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বয়ান ধরেই উদ্ধারকাজ শুরু হয়। যেখানে পড়েছিল তার আশপাশ তল্লাশি চালায় র্যাফটিং টিমের সদস্যরা। কিন্তু গাড়ি সহ যাত্রী ও চালকদের উদ্ধার করা যায়নি। নিখোঁজের তালিকায় রয়েছে গাড়ির চালক অশোক রাই, উত্তম রাই, অনিষা রাই, প্রয়াস শা এবং দেশকুমার রাই। মর্মান্তিক দূর্ঘটনার খবরে গোটা এলাকায় নিস্তব্ধতা নেমে এসছে।


ধ্বসের জেরে ২৯ মাইলে জাতীয় সড়ক অনেকটাই সংকীর্ণ হয়ে রয়েছে। শীতের রাতে ঘন কুয়াশার জেরেই কি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে গাড়িটি? তদন্ত করছে পুলিশ। তার আগে নিখোঁজদের খুঁজে বের করাই চ্যালেঞ্জের।


মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ফের তল্লাশি শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নামানো হবে র্যাফটিং টিমকেও। ২০১৯-এর জুলাইতে পর্যটকবোঝাই গাড়ি তলিয়ে যায় সেবকের কাছে তিস্তায়। রাজস্থান থেকে পর্যটকেরা এসেছিলেন। সিকিমে বেড়াতে যাওয়ার পথে দূর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক সহ কয়েকজন পর্যটকের দেহ উদ্ধার হলেই এক পর্যটকের দেহ উদ্ধার হয়নি।Input- Partha Sarkar