‘নন্দীগ্রামের কায়দায় গুলি চালিয়েছে পুলিশ’, উত্তরকন্যা অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
ঠিক যা নন্দীগ্রাম আন্দোলনের সময় হয়েছিল ৷ পাখি মারার বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে ৷ দেখে বোঝা যাচ্ছে, ছোট ছোট গুলি ৷’এখানেই শেষ নয়, আরও মারাত্মক অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷


নন্দীগ্রামের কায়দায় হামলা শিলিগুড়িতে ৷ উত্তরকন্যা অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে মারাত্মক বিস্ফোরক অভিযোগ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে শিলিগুড়ি ৷ এই উত্তরকন্যা অভিযানে এসে মৃত্যু হয় উলেন রায় নামে এক বিজেপি কর্মীর। সেই কর্মীর মৃত্যু নিয়েই দিলীপ ঘোষের দাবি, ‘লাঠির আঘাত লেগেছিল কর্মী উলেন রায়ের ৷ গুলিও চালিয়েছে পুলিশ ৷ নন্দীগ্রামের কায়দায় হামলা চলেছে।’ উত্তরে কোনও গুলি চলেনি বলে ট্যুইটে জানিয়েছে রাজ্য পুলিশ।


শীতের উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে। শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে তুলকালাম। তিনবাত্তি মোড় ও জলপাইগুড়ি মোড় থেকে গেরুয়াশিবিরের দুই মিছিল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ধুন্ধুমার। দলের কর্মীর মৃত্যু নিয়ে পুলিশের উপর ক্ষোভ উগরে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন- ‘পুলিশ একটা গণতান্ত্রিক আন্দোলন রুখতে এত আক্রমণাত্মক হয়ে যাচ্ছে বলা নয় ৷ অন্যায়ভাবে লাঠি চালিয়েছে পুলিশ ৷ লাঠির আঘাত লেগেছিল কর্মী উলেন রায়ের ৷ গোটা শরীরে অনেক আঘাত রয়েছে ৷ ’


এখানেই শেষ নয়, আরও মারাত্মক অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ বলেন, ‘নন্দীগ্রামের কায়দায় পুলিশের সঙ্গে মিশে দুষ্কৃতিদের হামলা ৷ পুলিশের দিক থেকে গুলি এসেছে ৷ হতে পারে পুলিশ গুলি চালিয়েছে ৷ না হলে পুলিশের পোশাকে দুষ্কৃতীরা ছিল ৷ ঠিক যা নন্দীগ্রাম আন্দোলনের সময় হয়েছিল ৷ পাখি মারার বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে ৷ দেখে বোঝা যাচ্ছে, ছোট ছোট গুলি ৷’


রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ অস্বীকার করে রাজ্য পুলিশ ট্যুইট করে জানায়, ‘কোনও লাঠিচার্জ বা গুলি চালানো হয়নি ৷ কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়া হয় ৷ পুলিশ সংযম দেখিয়েছে ৷ একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ৷ ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে ৷’