কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৮.৮ মিলিমিটার।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। দু-এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। প্রবল বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। এই দুই জেলার ২০০ মিলিমিটার পর্যন্ত বা তার বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শুক্রবারেও দার্জিলিং শহর উপরের দিকের ৫ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হলে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব পড়বে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায়। আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। রাজস্থানের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী অক্ষরেখা সক্রিয় জম্মু-কাশ্মীর থেকে আরব সাগরের পাকিস্তান উপকূল অর্থাৎ উত্তর-পূর্ব আরবসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে ওডিশা উপকূল পর্যন্ত।