জানা যায় শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ির সঞ্জিত রাই এর বাড়িতে। বাড়ির লোকজন আচমকা কিছু একটা নড়াচড়ার শব্দে সচেতন হতেই দৈত্যাকার সেই অজগরটিকে ঘরের টিনের চাল থেকে থেকে ঝুলতে দেখেন। শিউরে ওঠেন সবাই। আতঙ্কে হুড়মুড়িয়ে ঘর থেকে সকলে বাইরে বেরিয়ে আসেন।