পাচারের পথে বিশালাকার কচ্ছপ উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। (100 Years Old Tortoise) ছবি ও তথ্য-- রাজকুমার কর্মকার
2/ 7
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পার গ্রাম পঞ্চায়েতের ধারেয়াহাট এলাকায় রাস্তার পাশে বিশালাকার কচ্ছপ দেখতে পান স্থানীয়রা।
3/ 7
পরে পুলিশের কাছে খবর আসে। পুলিশ গিয়ে পা বাধা অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করা হয়।
4/ 7
পা বাধা অবস্থায় কচ্ছপটি উদ্ধার হওয়ায় কচ্ছপটি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের।
5/ 7
পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা এসে থানা থেকে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়। কচ্ছপটি ১০০ বছরের পুরনো বলে অনুমান বন দফতরের।
6/ 7
কচ্ছপটি ৪ ফুট লম্বা। ওজন ১০০ কেজির বেশি বলে অনুমান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রানী চিকিৎসক কচ্ছপটিকে চিকিৎসা করেছেন।
7/ 7
প্রাথমিক চিকিৎসার পর এটিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বানেশ্বর শিব মন্দির সংলগ্ন পুকুরের মোহন হতে পারে এই কচ্ছপ বলে অনুমান। ছবি ও তথ্য-- রাজকুমার কর্মকার