

মানিকচকে গঙ্গা নদীতে ভেসেল দুর্ঘটনায় সকাল থেকে শুরু জোরদার তল্লাশি। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত দুই থেকে তিনজন নিখোঁজ বলে দাবি তলিয়ে যাওয়া ট্রাকের মালিক ও পরিবহণ কর্মীদের।


গঙ্গায় তলিয়ে যাওয়া আটটি ট্রাকের এখনও কোনো হদিশ মেলেনি। মালদহের মানিকচক ঘাটে উদ্ধার কাজের তদারকি করছেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। গতকাল রাতে দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া দুই চালক, দুই খালাসি এবং একজন ভেসেল কর্মীর চিকিৎসা হয়েছে মানিকচক ব্লক হাসপাতালে। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ঘটনায় নিখোঁজ অধিকাংশেরই খোঁজ মিলেছে। গঙ্গায় তলিয়ে যাওয়া আটটি ট্রাকের এখনও কোনো হদিশ মেলেনি। মালদহের মানিকচক ঘাটে উদ্ধার কাজের তদারকি করছেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। গতকাল রাতে দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া দুই চালক, দুই খালাসি এবং একজন ভেসেল কর্মীর চিকিৎসা হয়েছে মানিকচক ব্লক হাসপাতালে। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ঘটনায় নিখোঁজ অধিকাংশেরই খোঁজ মিলেছে।


আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না তা নিশ্চিত হতে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় মানিকচকের গঙ্গা নদীতে ভেসেল দুর্ঘটনা হয়। ঝাড়খণ্ডের রাজমহল থেকে পণ্য ট্রাকবোঝাই ভেসেল মালদহের মানিকচকের আসছিল। মালদহের মানিকচক ঘাটে পৌঁছানোর ঠিক আগেই ভেসেলের একদিকের রেলিং ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই একদিকে কাত হয়ে যায় ওই ভেসেলটি। একইসঙ্গে আটটি ট্রাক গঙ্গায় পড়ে যায়।


বেশিরভাগ ট্রাকেই পাথরকুচি বোঝাই ছিল। ঘটনার পরপরই এলাকায় পৌঁছন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজরিয়া, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, মানিকচকের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম। রাতেই শুরু হয় তল্লাশি অভিযান। তবে অন্ধকারের কারণে তল্লাশি সেভাবে চালানো যায়নি। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযানে গতি আনা হয়। গঙ্গায় তলিয়ে যাওয়া ট্রাক গুলির হদিশ এবং নদী থেকে সেগুলি না তোলা পর্যন্ত নিখোঁজ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে মত স্থানীয়দের। ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা হয়ে থাকতে বলে স্থানীয়দের অনুমান। উদ্ধার ও তল্লাশি শেষ হওয়ার পরেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সেবক দেবশর্মা, মালদহ