তিস্তার জল বেড়ে জঙ্গলে আটকে পড়েছিল ৮ তরুণ-তরুণী, রাতভর চেষ্টার পর উদ্ধার
Bangla Digital Desk
1/ 5
*বন দফতরের নিষেধাজ্ঞা উড়িয়ে তিস্তা নদীর পাশে পিকনিক করতে গিয়ে বিপত্তি। প্রায় ১০ ঘন্টা পর উদ্ধার করা হয় শিলিগুড়ির ৮ তরুণ-তরুণীকে। প্রতিবেদন: পার্থপ্রতিম সরকার।
2/ 5
*রবিবার শিলিগুড়ির মিলনপল্লির ৮ জনের একটি দল সেবক লাগোয়া কালিখোলার কমলা ফলসে গিয়েছিল পিকনিক করতে।
3/ 5
*এলাকায় সাধারণের ওপরে বন দফতরের নিষেধাজ্ঞা থাকার পরেও তা উপেক্ষা করে, খরস্রোতা তিস্তা নদী পেরিয়ে যায় ওই টিম।
4/ 5
*প্রায় ১০ ঘন্টা পর আজ ভোরে তাদের উদ্ধার করে আনে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। জানা গিয়েছে, পাহাড়ে বৃষ্টির জেরে আচমকা জলস্তর বেড়ে যায় তিস্তার। তাতেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ। সঙ্গে এসডিআরএফ এবং দমকল কর্মীরা।
5/ 5
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের সময়ে জখম হন সেবক ফাঁড়ির দুই সিভিক ভলান্টিয়ার রোশন রাই এবং প্রভাস রাই। সেবক ফাঁড়ির ওসি তপন দাস জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিস্তার জল বেড়ে জঙ্গলে আটকে পড়েছিল ৮ তরুণ-তরুণী, রাতভর চেষ্টার পর উদ্ধার
*বন দফতরের নিষেধাজ্ঞা উড়িয়ে তিস্তা নদীর পাশে পিকনিক করতে গিয়ে বিপত্তি। প্রায় ১০ ঘন্টা পর উদ্ধার করা হয় শিলিগুড়ির ৮ তরুণ-তরুণীকে। প্রতিবেদন: পার্থপ্রতিম সরকার।
তিস্তার জল বেড়ে জঙ্গলে আটকে পড়েছিল ৮ তরুণ-তরুণী, রাতভর চেষ্টার পর উদ্ধার
*প্রায় ১০ ঘন্টা পর আজ ভোরে তাদের উদ্ধার করে আনে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। জানা গিয়েছে, পাহাড়ে বৃষ্টির জেরে আচমকা জলস্তর বেড়ে যায় তিস্তার। তাতেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ। সঙ্গে এসডিআরএফ এবং দমকল কর্মীরা।
তিস্তার জল বেড়ে জঙ্গলে আটকে পড়েছিল ৮ তরুণ-তরুণী, রাতভর চেষ্টার পর উদ্ধার
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের সময়ে জখম হন সেবক ফাঁড়ির দুই সিভিক ভলান্টিয়ার রোশন রাই এবং প্রভাস রাই। সেবক ফাঁড়ির ওসি তপন দাস জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।