উত্তর ২৪ পরগনা: অবশেষে জেলা জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। আগেই পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দহনের পর বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। কমবে তাপমাত্রার পারদও। হাওয়া অফিসের দেওয়া এই পূর্বাভাস পেতেই আশায় বুক বাঁধতে শুরু করে রাজ্যবাসী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে শুরু করে নানা ছবি ভিডিও কমেন্ট।
গা জ্বালানো গরমে জল ঢালতে কবে নামবে স্বস্তির বৃষ্টি তা নিয়ে শুরু হয় কৌতুহল, সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় জোর চর্চা। অবশেষে এল স্বস্তি। এদিন ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হল জেলার নানা প্রান্তে। গত কয়েক সপ্তাহে তাপমাত্রার পারদ উঠেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। কবে নামবে স্বস্তির বৃষ্টি সেটাই দাঁড়িয়ে লক্ষ টাকার প্রশ্নে। বৃষ্টি নামতেই উচ্ছ্বাসে মাততে দেখা গেল জেলাবাসীকে। অনেকেই ভিজলেন স্বস্তির বৃষ্টিতে।
তীব্র দহন জ্বালা থেকে মুক্তি মিলল দক্ষিণবঙ্গবাসীর। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে অনেকটাই কমেছে তাপমাত্রা। অস্বস্তিকর পরিস্থিতি বদলে এখন স্বাভাবিক আরামদায়ক আবহাওয়া জেলায়। বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াও নেটাগরিকরা নানা মন্তব্যও তুলে ধরছেন। এখনো বেশ কয়েকদিন চলবে এ ধরণের বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেই মনে করা হচ্ছে। Input- Rudra Narayan Roy