

প্রথমে প্রেমিকাকে গুলি করে খুন, তারপর নিজে আত্মঘাতী! হঠাৎ এমন একটি ঘটনায় তাজ্জব সকলে। সোমবার রাতে মুম্বইয়ের মালড অঞ্চলে ২২ বছরের ওই তরুণীর এবং যুবকের মৃতদেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ন’টা নাগাদ।


পুলিশ কমিশনার দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, "সোমবার মুম্বইয়ের মালাড এলাকায় এক যুবক নিজেকে গুলি করে আত্মহত্যা করে। তার আগে সে ২২ বছরের এক তরুণীকে গুলি করে হত্যা করেছিল। তাদের আমরা চিহ্নিত করতে পেরেছি। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে"।


মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আসলাম শেইখ ঘটনাস্থলে পৌঁছন এবং বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, এই ঘটনাটি প্রেম ঘটিত।


এ ছাড়াও তিনি বলেন, "পুলিশের থেকে আমরা যে সব তথ্য পেয়েছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তরুণ এবং ওই যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেয়েটির বাড়ি থেকে যখন এনগেজমেন্ট করানো হয়, তখনই গন্ডগোল শুরু হয়। উভয়ই হয়তো একই বয়সের ছিল। রেগে গিয়েই ওই যুবক এমন একটি ঘটনা ঘটিয়েছে’’।