বিমা সংস্থা LIC এর সঙ্গে জুড়ে রয়েছে দেশের কোটি কোটি মানুষ ৷ LIC এর একাধিক প্ল্যান রয়েছে ফলে নিজের জন্য একটি প্ল্যান বাঁচতে গিয়ে বুঝতে পারেন না কোনটা তার জন্য সবচেয়ে লাভজনক হতে চলেছে ৷ একাধিক প্ল্যানের মধ্যে একটি বিশেষ প্ল্যান রয়েছে যাতে অনেক কম প্রিমিয়ামে আপনি বিমা শুরু করাতে পারবেন ৷ দেখে নিন এই পলিসির সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য:
এই বিমা শুরু করার জন্য ব্যক্তির বয়স ন্যূনতম ৯০ দিন হতে হবে ৷ ৬৫ বছরের মধ্যে এই বিমা করা যেতে পারে ৷ বিমা ম্যচিউর হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে ৷ পলিসি টার্ম ন্যূনতম ১০ বছর ও সর্বোচ্চ ২৫ বছর ৷ ন্যূনতম ৫০০০০ হাজার টাকার এই বিমা করা যেতে পারে ৷ সর্বোচ্চ অঙ্কের টাকার কোনও লিমিট নেই ৷ ৫০০০০ হাজারের উপর আপনি যে কোনও অঙ্কের টাকার এই প্রিমিয়াম করাতে পারবেন ৷ এই পলিসিতে আপনি লোনও নিতে পারবেন ৷ LIC Single Premium Endowment প্ল্যানের একটি সিঙ্গল প্রিমিয়ামের প্ল্যান রয়েছে ৷ এই প্ল্যানে কেবল একবারই প্রিমিয়াম দিতে হবে ৷
পলিসি ম্যাচিউর হওয়ার সময় (যদি বিমাকর্তার মৃত্যু না হয়ে থাকে ) বিমা কর্তা পলিসির টাকার পাশাপাশি (Vested Simple Reversionary Bonus) ও অতিরিক্ত বোনাস পাবেন ৷ প্রতিবছর সংস্থার তরফে বার্ষিক বোনাসের ঘোষণা করা হয়ে থাকে ৷ পলিসি শেষ হওয়ার পরই কেবল আপনি এই বোনাস পেতে পারবেন ৷ তার আগে আপনার পলিসির সঙ্গে টাকা জমা হতে থাকে ৷