

এমন ঘটনা যা প্রাণে শিহরণ নিয়ে আসে ৷ ঝাড়খণ্ডের ধানবাদে এমনই ঘটনা ঘটেছে ৷ শুক্রবারের ঘটনা জীবনের সমস্ত রং কেড়ে নিয়েছে এক মহিলার ৷ হঠাৎ চারিদিকে চিৎকার তারপরেই মাটি থেকে গলগল করে দোঁয়া বেরতে শুরু করে ৷ মেয়েকে বাঁচাতে মা বরণ করলেন মৃত্যু ৷


৩৫ বছরের কল্যাণীদেবী বাস্তাকোলা এলাকার বাসিবন্দা বলেই জানতে পারা গিয়েছে ৷ হঠাৎই মাটি চিড় খায়, মাটির তলায় চাপা পড়ে যান তিনি ৷ তারপরেই ধোঁয়া উঠতে থাকে ৷ বেরতে থাকে বিষাক্ত গ্যাসও ৷


এই ঘটনার সাক্ষী থেকেছেন বহু মানুষ ৷ ভয় বারেবারে গায়ে কাঁটা দিয়েছে ৷ কল্যাণীদেবীকে বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও শেষরক্ষা হয়নি ৷ হঠাৎ গ্যাস লিক করতে থাকে, মহিলাটি মাটিতে পড়ে যান তারপরেই ঘটে এই দুর্ঘটনা ৷


জানতে পারা গিয়েছে জীবন্ত অবস্থাতেই যেন সমাধিস্থ হয়েছেন তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন ৷ ক্রেন, বুল্ডোজার এসেও সেষরক্ষা করতে পারেনি ৷


প্রত্যক্ষদর্শীদের মতে আধ ঘণ্টার অপারেশনের পরে উদ্ধার করা হয়েছে মহিলাকে ৷ পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে ৷ মৃতার স্বামীর নাম দিলীপ বাউড়ি, নিজের জমিতেই কাজ করেন তিনি, কল্যাণী-দিলীপের দুই সন্তান কোমল ও দুর্গা ৷ তাদের বয়স যথাক্রমে ৭ বছর ও ৫ বছর ৷


কল্যাণীদেবীর ৭ বছর মেয়ে জানিয়েছে তার মা মাঠে হাঁটছিলেন হঠাৎ-ই মাটের একটি ফাঁদে পড়ে যান তিনি ৷ তার মা আস্তে আস্তে চলিয়ে যান শুধুমাত্র হাত দেখতে পাওয়া যায় ৷