যেতে হবে না আপনার পূর্বতন সংস্থাতেও। শুধু চাই আধার কার্ড ও যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট, সেখানকার কেওয়াইসি আবেদনের কপি। অনেকেই জানেন না, ভবিষ্যনিধি যোজনার বেশির ভাগ কাজই এখন ইন্টানেটের মাধ্যমে হয়। photo source collected
2/ 6
যেতে হবে www.uanmembers.epfoservices.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে ‘নো ইয়োর ইউএএন স্টেটাস’-এ ক্লিক করুন। রাজ্যের নাম, পিএফ দফতর, সংস্থার পিএফ কোড এবং নিজের পিএফ নম্বর লিখে ‘চেক স্টেটাস’ বোতামে ক্লিক করুন। photo source collected
3/ 6
ইউএএন ফোনে পেতে মোবাইল নম্বর এবং সাইটে লেখা কোড (ক্যাপচা) দিন। এসএমএসের মাধ্যমেই পেয়ে যাবেন। photo source collected
4/ 6
নম্বর চালু না-হয়ে থাকলে এসএমএসে পাবেন একটি ‘রিকোয়েস্ট আইডি’। এর পরে রিকোয়েস্ট স্ট্যাটাসে ক্লিক করলেই আপনি জেনে যাবেন কোন পর্যায়ে আছে আপনার আবেদন। photo source collected
5/ 6
একবার ইউএএন বেসড রেজিস্ট্রেশন হয়ে গেলেই এর পরেই আপনি পিএফ থেকে টাকা তোলার জন্য আবেদন করতে পারেন। কোনও অভিযোগ থাকলে সেটাও অনলাইনে জানানো যাবে। photo source collected
6/ 6
সাধারণ নিয়মে এক মাসের মধ্যেই নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া উচিত। আরও জানতে http://www.epfindia.com ওয়েবসাইটে ক্লিক করুন। photo source collected