1/ 6


সপ্তদশ লোকসভা নির্বাচনের পর বাদল অধিবেশনে সংসদে পাশ হয়েছে তিন তালাক,মোটর ভেহিক্যালস সংশোধনী বিল ও জম্মু-কাশ্মীর পুনর্গঠনের মত গুরুত্বপূর্ণ বিল । একই সঙ্গে ৬ দশকের মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে সপ্তদশ লোকসভায় ।
2/ 6


গত ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে সংসদে। পাশ হয়েছে মোট ৩৬ টি বিল, ভোটাভুটি হয়েছে প্রায় ২১% বিলে যা আগের লোকসভায় ছিল মাত্র ৮ % ।
3/ 6


দ্বিতীয়বার মোদি সরকার গঠনের পর বাজেট অধিবেশনে লোকসভায় কাজ হয়েছে প্রায় ২৮১ ঘণ্টা যার মধ্যে ১৩৫ ঘণ্টা ছিল নির্ধারিত সময়- গত ২০ বছরে যা রেকর্ড । আইনপ্রক্রিয়া সম্পূর্ণ করার জন্যই এই সময় আরও বাড়িয়েছিল কেন্দ্র ।