হোম » ছবি » দেশ » ভয়ানক! হানিমুনে গিয়েই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত স্ত্রীর, কারণ স্বামী...
ভয়ানক! হানিমুনে গিয়েই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত স্ত্রীর, কারণ স্বামী...
Bangla Editor
1/ 5
মধুচন্দ্রিমাতে গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন যুবতী৷ ভাবনা মতোই ফিরে এসেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিবাহবিচ্ছেদের মামলা করলেন তিনি৷ মহিলার স্বামী তার থেকে ১৩ বছরের ছোট৷ কিন্তু সেটা তো আগে জেনেই বিয়ে করেছিলেন মহিলা৷ তবে সমস্যাটা হল অন্য জায়গায়৷
2/ 5
আরবী মহিলার স্বামী ইরানের৷ প্রেম করেই বিয়ে তাদের৷ কিন্তু বিয়ের আগে তো কখনও এমন ভয়ানক সমস্যার সামনাসামনি হতে হয়নি মহিলাকে৷ বিয়ের পর হানিমুনে গিয়ে মহিলা আবিষ্কার করেন যে স্বামী অত্যন্ত কৃপন! এক পয়সাও খরচ করতে নারাজ তিনি৷ এমনকি স্ত্রীর জন্যও নয়৷
3/ 5
মধুচন্দ্রিমাতে গিয়ে স্ত্রীকেই জল ও বিদ্যুতের বিলও মেটাতে হয়েছে স্ত্রীকে! এই ব্যাপারে স্ত্রীকে সাহায্য করতে অস্বীকারও করেন তিনি৷
4/ 5
বিয়েতে তেমন কোনও খরচ করতে হয়নি ভদ্রলোককে৷ বয়সে বড়, তাই বিয়ের দায়িত্ব অনেকটাই নিয়েছিলেন মহিলা নিজেই৷ তবে ডিভোর্সের মামলা করার সময় তিনি খোরপোষের দাবি জানিয়েছেন৷
5/ 5
স্বামীর জন্য খরচ করেছেন তিনি, তারপরও স্বামী তাকে সম্মান জানাননি৷ জানিয়েছেন মহিলার আইনজীবী৷