এবার তবে জেনে নিনস দুধ সাধা হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা৷ শুধু গরু-মোষ নয়, পৃথিবীর প্রতিটি স্তন্যপায়ী প্রাণীর দুধের রঙ সাদা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আসলে স্তন্যপায়ী প্রাণীদের শরীরে বিশেষ কিছু রসায়নিক ক্রিয়াযর কারণেই দুধের রঙ সাদা হয়। এছাড়া, দুধে পাওয়া 'কেসিন'-ও দুধ সাদা হওয়ার অন্যতম কারণ৷ কেসিন হল দুধের অন্যতম প্রধান প্রোটিন।
কেসিন প্রোটিন দুধে পাওয়া ক্যালসিয়াম এবং ফসফেটের সঙ্গে মিলিত হয়ে 'মাইসেলস' নামক ক্ষুদ্র কণা তৈরি করে। মাইসেলের উপর আলো পড়লে তা প্রতিসৃত হয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। এ কারণে দুধের রং সাদা দেখায়। দুধে ফ্যাট থাকায় দশের রং সাদা হয়। এই কারণেই দুধে চর্বি বা মসৃণতার পরিমাণ যত বেশি হয়, দুধ তত সাদা হয়। বিপরীতভাবে, কম চর্বি বা মসৃণতা সঙ্গে দুধ হালকা দেখায়।