প্রতিবারের মতো ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই ৷ তবে ৩১ জুলাই নয় এবার একমাস সময়সীমা বৃদ্ধি করেছিল কেন্দ্র ৷ সরকারের নতুন নির্দেশ অনুযায়ী সময়সীমা একমাস বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছিল ৷ অথার্ৎ আজই আয়কর জমা দেওয়ার শেষ দিন ৷ কিন্তু আজ জমা দিতে না পারলে কী হবে ৷ বেশির ভাগ মানুষ মনে করেন যে এই সময়সীমা মধ্যে আয়কর জমা দিতে নার পারলে আর জমা দেওয়া যায় না ৷ কিন্তু বিষয়টি আসলে তা নয় ৷
জেনারেল ক্যাটাগরির জন্য সমস্ত চাকুরিজীবিদের ক্ষেত্রে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট ৷ কিন্তু আপনি যদি কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এবং তা ট্যাক্স অডিটের আওতায় পড়ে তাহলে শেষ তারিখ বেড়ে হয় ৩০ সেপ্টম্বর ৷ যদি কেউ ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যেখানে ট্রান্সফার প্রাইসিংয়ের প্রোভিশন রয়েছে সে ক্ষেত্রে শেষ তারিখ বেড়ে হয় নভেম্বর ৩০ ৷
যদি আপনি শেষ তারিখের মধ্যে আয়কর জমা দিতে না পারেন তাহলে কী হবে ?
৩১ অগাস্টের মধ্যে আয়কর জমা দিতে না পারলে আপনি মার্চ ৩১ ২০১৯ এর মধ্যে জমা দিতে পারবেন ৷ তবে তার পরে আর হবে না ৷ নির্দিষ্ট তারিখ অর্থাৎ ৩১ অগাস্টের মধ্যে জমা দিতে না পারলে এবছরের ব্যবসার লস বা ক্যাপিটাল গেন পরের বছর দেখাতে পারবেন না ৷ পরের বছরের প্রভিটের বিপরিতে এই লস দেখাতে পারবেন না ৷ ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন না ৷