

গুজরাতে তিনি শপথ নিয়েছিলেন ২০০১ সালের ৭ অক্টোবর। সেই কথা স্মরণ করেই বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদির ২০ তম বছরস্মরণ কথা হল বুধবার। দেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পেলেন প্রধানমন্ত্রী। পরিসংখ্যানবিদরা বলছেন ১৯ বছরে একবারও পরাজয় দেখেননি নরেন্দ্র মোদি।


বুধবার মোদিকে শুভেচ্ছা জানানো হয় মন্ত্রীসভার বৈঠকে। শুভেচ্ছা জানান ভক্তরাও। শুভেচ্ছায় আপ্লুত প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, "আমি নিজেকে আপনাদের সম্মানের ও ভালোবাসার জন্য যোগ্য করে তোলার জন্য অবিরাম চেষ্টা করব।"


অন্য একটি ট্যুইটে মোদি বলেন, আমি দেশবাসীকে আবারও আশ্বস্ত করছি যে যে জাতির তথা দরিদ্রদের কল্যাণই আমার অভিমুখ। এই প্রচেষ্টা সর্বকালের এবং সর্বদাই সর্বজনীন হবে।


মোদি স্মৃতিচারণা করে বলেন, "শৈশবকাল থেকেই আমি বিশ্বাস করি জনতা-জনার্দন ঈশ্বরেরই রূপ এবং গণতন্ত্রে বিশ্বাসী একটি শক্তি। এত দীর্ঘ সময় যে দায়িত্ব দেশবাসী আমার হাতে অর্পিত করেছে তা পালনের জন্য আমি কায়োমনোবাক্যে পালন করতে চাই।"


৭অক্টোবর ২০০১, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আরোহন করেন। তার পর থেকে পিছনে ফিরে তাকানোর কোনও রেকর্ড নেই। ক্রমেই রাজ্য রাজনীতি ছাড়িয়ে পৌঁছেছেন জাতীয় রাজনীতির বিরাট অঙ্গনে। ২০১৪, ২০১৯ দু'দফায় তাঁর নেতৃত্বেই দেশে সরকার গড়েছে গেরুয়া বাহিনী। রাজনৈতিক পরিসংখ্যানবিদরা একমত, ২০০১-২০২০ নরেন্দ্র মোদির ঝুলিতে একটিও হারের রেকর্ড নেই। তাঁরা কায়মনোবাক্যে মানছেন এমন কেরিয়ার দেশকালের সীমা ভেঙে যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বেরই স্বপ্ন। হিসেব বলছে এই কৃতিত্ব নেই জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধিরও।