

দেশের বিভিন্ন অংশে এখনও আবহাওয়ার (Weather Update)খারাপ রূপ জারি রয়েছে৷ আজও বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে৷ হিমাচলেয় পার্বত্য এলাকায় আগামী দু একদিন প্রচণ্ড বৃষ্টি হবে তার সঙ্গে আরও উঁচু অংশে হবে বরফপাত৷ Photo-File


জম্মু-কাশ্মীর , হিমাচল প্রদেশ ,উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়া জারি থাকবে৷ আর এর প্রভাব পড়বে ময়দানি এলাকায়৷ সারাদিন ধরে বৃষ্টি (Rain) ও বরফপাত (Snowfall)হবে৷ Photo- File


IMD -র জারি করা পূর্বভাস অনুযায়ি জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালিস্তান, মুজফরাবাদের অধিকাংশ জায়গায় আগামী পাঁচদিন ধরে লাগাতার বৃষ্টি হবে৷ অন্যদিকে হিমাচল প্রদেশে থেমে থমে বরফপাত হবে৷ উত্তরাখণ্ডেও আগামী পাঁচদিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে৷


মৌসম ভবনের খবর অনুযায়ি উত্তর কেরলের ওপর চক্রবর্তী গতিবিধি তৈরি হয়েছে যার জেরে কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ Photo- File


অন্ধ্রপ্রদেশ , যনম, কেরল এবং মাহেতে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হবে৷ তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরি, করাইকল ভিতরের এলাকায় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- File