

দেশের বিভিন্ন প্রান্তে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করল আইএমডি৷ গোটা উত্তর ভারতের (North India) বিভিন্ন জায়গায় শৈত্য প্রবাহের (Cold Wave) বার্তা জারি করেছে৷ জম্মু -কাশ্মীর ও হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় তুষারপাত হওয়ায় হঠাৎ করে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ৷ এর ফলে সমস্ত উপত্যকাতেও ঠাণ্ডা পড়েছে প্রবল৷ IMD-র মত অনুযায়ি ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে৷ Photo- File


মৌসম বিভাগের মতে শৈত্যপ্রবাহ আগামী বছরের ২ জানুয়ারি তারিখ থেকে কমার সম্ভবনা রয়েছে৷ হিমালয় থেকে ঠাণ্ডা হাওয়া বইবে৷ এর ফলে দিল্লি সহ উত্তরের বিভিন্ন জায়গায় প্রবল ঠাণ্ডা থাকবে৷ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু এলাকায় শীত নতুন রেকর্ড তৈরি করবে৷


বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷ সামনের বছরে তাপমাত্র ২ থেকে ৩ ডিগ্রি সামাণ্য বাড়বে৷ ২৯ -৩০ ডিসেম্বর উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর রাজস্থানে হাড় কাঁপানো ঠাণ্ডা পড়বে৷ এছাড়া বিভিন্ন এলাকায় সকালে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে৷


আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে হিমালয়ে বৃষ্টি ও বরফ পাতের কারণে সমস্ত এলাকায় হঠাৎ করেই তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি নেমে গেছে৷