

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আর তারই জেরে বুধবার ভোর রাত থেকে পর্যায়ক্রমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ৷ Photo- Accuweather


বুধবার দিন সকালেও একটানা বৃষ্টি যদি নাও হয় কলকাতা, দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে ভারি ও অতিভারি বৃষ্টির সম্ভবনা৷ বজ্রগর্ভ মেঘের সঞ্চারও হয়েছে দক্ষিণবঙ্গের আকাশে৷ Photo- Representative


এদিকে বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপের জেরে আজ দিনের বিভিন্নসময়ে রাজধানী দিল্লিতেও মুষলাধার বৃষ্টি হবে৷ আগামী ২ ঘণ্টায় ভারি বৃষ্টিতে ভাসতে চলেছে দিল্লি৷ যার জেরে হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পাবে শহরবাসী৷ দিল্লি ও তার আশপাশের এলাকায় এই বৃষ্টি হবে৷Photo- Representative


মৌসম বিভাগের প্রধান ডক্টর কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন দিল্লি ও এনসিআর এবং উত্তরপ্রদেশ, হরিয়াণাতেও প্রচুর বৃষ্টিপাত হবে৷ পূর্বাভাস অনুযায়ি গোহনা, ঝিন্দ, হস্তিনাপুর, চাঁদপুর. সহসবান, বদায়ু, আমরোহ, মুরাদাবাদের আশেপাশে মুষলাধার বৃষ্টিপাত হবে৷ Photo- Representative