কলকাতা: দেশের একাধিক এলাকায় তাপমাত্রার পারদ ক্রমশ উঠছে৷ হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, অসম, মেঘালয়, হরিয়ানা, চণ্ডিগড় এবং দিল্লিতে নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে৷ সর্বনিম্ন তাপমাত্রা শীতের ঠিক পরেই এভাবে বেড়ে যাওয়ায় এবারের গরমে দারুণ কাহিল অবস্থা হবে৷ ভারতের মৌসম বিভাগ জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি হবে৷
পঞ্জাব, রাজস্থান, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মজফরাবাদ এবং মধ্যপ্রদেশের একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও বেশি হতে পারে৷ আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টার দরুণ গুজরাত একাধিক এলাকায় অধিতম ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে৷ বেশিগরমের কারণে গম ও সরষের ক্ষতির সম্ভাবনা রয়েছে৷
পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমি হিমালয় এলাকায় হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা জারি রয়েছে৷ ২৫ ফেব্রুয়ারি থেকে এই আবহাওয়ার বদল দেখা যাবে৷ মঙ্গলবার হিমাচল প্রদেশের সিমলায় ভারী বৃষ্টিপাত হয়েছে৷ এমনকি একাধিক জায়গায় আঁধি চলেছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিও হয়েছে৷