হোম » ছবি » দেশ » ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত,আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

  • 110

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    কলকাতা:  দেশের একাধিক এলাকায় তাপমাত্রার পারদ ক্রমশ উঠছে৷ হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, অসম, মেঘালয়, হরিয়ানা, চণ্ডিগড় এবং দিল্লিতে নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে৷ সর্বনিম্ন তাপমাত্রা শীতের ঠিক পরেই এভাবে বেড়ে যাওয়ায় এবারের গরমে দারুণ কাহিল অবস্থা হবে৷ ভারতের মৌসম বিভাগ জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি হবে৷

    MORE
    GALLERIES

  • 210

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    আইএমডি বুধবারের ওয়েদার আপডেটে অ্যালার্ট জারি করেছে৷ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে ২৩ ফেব্রুয়ারি অবধি উত্তর পূর্বের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকার কথা জানিয়েছে৷

    MORE
    GALLERIES

  • 310

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    বঙ্গোপসাগরের খাঁড়ি থেকে আসা দক্ষিণ -পশ্চিম মৌসুমী বায়ুর কারণেই উত্তর -পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি হবে৷

    MORE
    GALLERIES

  • 410

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ী ২২ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে৷

    MORE
    GALLERIES

  • 510

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    এদিকে পশ্চিমবঙ্গে-র  উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূল ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েক দিন।

    MORE
    GALLERIES

  • 610

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    MORE
    GALLERIES

  • 710

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে।

    MORE
    GALLERIES

  • 810

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    পঞ্জাব, রাজস্থান, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মজফরাবাদ এবং মধ্যপ্রদেশের একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও বেশি হতে পারে৷ আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টার দরুণ গুজরাত একাধিক এলাকায় অধিতম ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে৷ বেশিগরমের কারণে গম ও সরষের ক্ষতির সম্ভাবনা রয়েছে৷

    MORE
    GALLERIES

  • 910

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    আইএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে , ‘উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতে অধিকতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে থাকবে৷ উত্তর পশ্চিম ভারতের পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রায় বড় প্রভাব পড়ছে৷

    MORE
    GALLERIES

  • 1010

    IMD Weather Alert: ওয়েদার অ্যালার্টে জোর টেনশন, প্রবল গরমের ইঙ্গিত, আঁধি থেকে প্রবল বৃষ্টি হবে তছনছ

    পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমি হিমালয় এলাকায় হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা জারি রয়েছে৷ ২৫ ফেব্রুয়ারি থেকে এই আবহাওয়ার বদল দেখা যাবে৷ মঙ্গলবার হিমাচল প্রদেশের সিমলায় ভারী বৃষ্টিপাত হয়েছে৷ এমনকি একাধিক জায়গায় আঁধি  চলেছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিও হয়েছে৷

    MORE
    GALLERIES